Posts

Showing posts from August, 2018

জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন ?

Image
গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্রামের স্বল্পশিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছিলেন মফিজ। তাঁর শেষ জীবনের সঞ্চয় এবং বাবার দেয়া সামান্য জমি বিক্রয় করে ঢাকা রুটের একটা পুরাতন বাস ক্রয় করে ঢাকা- গাইবান্ধা রুটে বাসটি চালু করলেন। গরীব দরদী মফিজ সাহেব দিনমজুর লোকদের স্বল্প ভাড়ায় ঢাকা নিয়ে যেতেন। এক সময় বয়সের ভারে মফিজ সাহেব অন্য ড্রাইভার দিয়ে বাস চালনো শুরু করলেন। কিন্তু দিনমজুর শ্রেনীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তাঁর বাড়িতে ধর্না দেয়া শুরু করলো। তাদের উপকারের জন্য সাদা কাগজে মফিজ লিখে সুপারভাইজারকে দিতে বলতেন এবং বাসের ছাদে নামমাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা করে দেয়ার ব্যবস্হা করতেন। বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষরযুক্ত কাগজ সংগ্রহ করে কম ভাড়া আদায় করতেন। তাই বাসের ছাদে উচ্চস্বরে সুপার ভাইজার বলতেন কয়জন মফিজ আছো ছাদে? অথাৎ কয়টা মফিজের স্লিপ আছে? আর এ ভাবে গরীবের উপকারী বন্ধু মফিজ শব্দটি চালু হয়। আজ আমরা ঠাট্রাকরে অনেকে ‘মফিজ’ শব্দটি উচ্চারণ করি। কিন্তু বুকে হাত দিয়ে বলেন ‘মফিজ’ হওয়ার যোগ্যতা কি আপনার আমার আছে??? . এখন আসুন মুল কথায়ঃ ব্যাকডেটেট পিছিয়ে থাকা জনগন ভাইভা বোর্ডে নব্বই ডিগ্রী এ্যাং...

SEO Tools Informtion Free and Paid also

Image
  SEO Tools Informtion Free and Paid also এসইও এবং ট্র্যাকিং আমি গরীব মার্কেটার টাইপ  :p  তাই হাবিজাবি দিয়ে কাজ চালিয়ে নেই। আর ফ্রি টুল তো আছেই বেশ কিছু সাহায্য করার জন্য। Screaming Frog বেশ ভাল একটা সলিউ শন। ফ্রি অপশন টা দিয়ে ৫০০ এর মত পেজ চেক করা যায়। বেশির ভাগ ছোট খাটো ওয়েবসাইটে ৫০০ এর বেশি পেজ থাকে না তাই প্রায় সবার জন্যেই ফ্রি ভার্সন টা এনাফ। মেটা ডেসক্রিপশন চেক, ইমেজ এর অল্ট ট্যাগ আছে কিনা, এরর কি কি আছে সাইটে, এরকম অনেক ছোট খাটো ব্যপার দেখার জন্য স্ক্রিমিং ফ্রগ খুব ই ভাল। Similar Web এটাও ফ্রি। ওয়েবসাইটের বর্তমান অবস্থা, কম্পিটিশন কিরকম, ট্রাফিক কোথা থেকে কি আসছে না আসছে, সোশাল এর কি অবস্থা এগুলা দেখার জন্য খুব ই ভাল। একটা বিশাল পেজ এর মধ্যে অনেক ইনফরমেশন পেয়ে যাওয়া যায়। কম্পিটিশন চেক করা টাইপ কাজ কর্মের জন্য খুব ই ভাল সলিউশন এটা। Google Analytics আপনার সাইটে কত মানুষ আসছে প্রতিদিন, কোন পেজ থেকে কোন পেজ এ যাচ্ছে, কোন দেশ থেকে আসছে, কোন জেলা থেকে আসছে, কেন চলে যাচ্ছে এক পেজ দেখেই, গোল গুলো কনভার্ট হচ্ছে নাকি এরকম হাজার হাজার জিনিস জানা যায় গুগল এন...

এসব জায়গায় কাজ পেতে হলে অবশ্যই আপনার ভালো মানের একটি Portfolio থাকতে হবে

আপনার ভালো মানের একটি Portfolio থাকতে হবে বেশিরভাগ নতুন গ্রাফিক ডিজাইনাররা ফাইবারে গিগ খুলে বসে আছে কিন্তু কোন কাজ পাচ্ছে না। অনেকে Upwork- এ account approve করানোর চেষ্টা করছে বা account approve হওয়ার  পরও প্রচুর বিড করেও কাজ পাচ্ছে না। তাদেরকে বলছি যতই এভাবে বসে থাকুন কোন লাভ নেই। আপানার এসব জায়গায় কাজ পেতে হলে অবশ্যই আপনার ভালো মানের একটি Portfolio থাকতে হবে। আজকে নতুনদের জন্য সবচেয়ে Effective সমাধান নিয়ে এসেছি। সেটা হল ডিজাইন contest-এ attend করা। নতুনদের জন্য টাকা ইনকামের এটাই best way. তবে আমি এটা বলছি না যে 99desings বা  Freelancer.com  এর মতো competitive marketplace-গুলোতে সবাই মিলে হাতাহাতি করবেন এবং দিনশেষে কোন কাজ পাবেন না। আমি এমন সব marketplace গুলো নিয়ে কথা বলবো যেগুলোতে বাংলাদেশী মানুষ খুবই কম। Competition খুবই কম তাই winning chance অনেক বেশি। ১।  https://www.designcrowd.com  (এই Marketplace এর কথা অনেকেই জানে। অনেক ভালো Marketplace. আপানার প্রোফাইল approve করানোর জন্য ওরা আপনার Design quality check করবে।) ২।  https://www.crow...

7 Best Websites For Royalty Free Video Footage and Images

Image
Download Royalty Free Video Footages ভাই আপনারা যারা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও মেকিং করেন অথবা, ভিডিও ব্লগিং করেন, তাদের জন্য এগুলো খুবিই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। তাছাড়া, ভাই ভিডিও যে কোন কারনেই তৈরি করে থাকেন না কেন, এসব ভিডিও ফুটেজ ব্যবহার করে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারবেন। তবে যারা ভিডিও মেক করে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাদের ইউটিউবের প্রাইভেসি যেমন যানাটা খুব জরুরি, ঠিক তেমনি এসব ভিডিও ফুটেজ ব্যবহার করার আগে তাদের প্রাইভেসি ও পলিসিটা অবশ্যই জেনে নেওয়া দরকার। এতে তাদের ছোটখাট কোন কন্ডিশন থাকলে সেটা জানতে পারবেন, যেটা আপনার ভিডিওর জন্য লিগালিটি থাকবে। ওয়েবসাইটগুলোঃ https://archive.org/details/stock_footage https://www.vidsplay.com https: //www.videezy.com https://videos.pexels.com https://pixabay.com https://www.stockfootageforfree.com http://www.lifeofvids.com ভাই এখানে প্রায় সব ধরনের ক্যাটাগরি রয়েছে । একটু খুঁজে দেখলেই সব পেয়ে যাবেন। তাই একটু কষ্ট করে দেখে নিন। Video Clips: