ওয়েব ডিজাইন টিউটোরিয়াল

ওয়েব ডিজাইনার হবার জন্য কি কি শিখতে হবে?

ওয়েব ডিজাইনার পার্ট মূলত দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে।
১. ফ্রন্ট ইন্ড ডেভেলাপার
২. ব্যাকইন্ড ডেভেলাপার

ফ্রন্ট ইন্ড ডেভেলপার এর কি কাজ?

ফ্রন্ট ইন্ড ডেভলাপারা ভেতরের অংশটুকু কোডিং করে দেয়। 

ফ্রন্ট ইন্ড ডেভেলাপার থে কি কি জানতে হবে?

ফ্রন্ট ইন্ড ডেভেলাপার ওয়েব ডেভেলাপমেন্টে একটি গুরুত্তপূর্ন অংশ। 
১. HTML : 
২.  CSS:
৩. jQuery:
৪. Javascript:
৫. PSD to HTML:
৬. Bootstrap:

CSS:  Cascading Style Sheet .  এটির প্রধান কাজ একটি সাদামাটা ডিজাইনকে রংচং দিয়ে রংচঙে করে তোলা। তাছাড়া HTML এর উপাদানগুলো কিভাবে ডিসপ্লে, কাগজ এবং অন্যান্য মিডিয়াতে কিভাবে প্রদর্শিত করবে এসব নিয়ন্ত্রন করে। এটি একযোগে অনেকগূলো পেজ লোডিং করতেও সহায়তা করে। কাজ করার সময় আরো বিস্তারিত জানতে পারবেন। আবাদত এতটুকু জানলেই চলবে।
HTML: Hypertext Markup Language.  HTML হচ্ছে একটি কম্পিউটার ভাষা যা ওয়েবসাইট তৈরিতে সহায়তা করে। এটি ওয়েবপেজ ও ওয়েব অ্যাপস তৈরিতে সহায়তা করে।
JavaScript:
jQuery :
Bootstrap: এটা একটা ফ্রেমওয়ার্ক।  যার মাধ্যমে একটা কঠিন কাজকে সহজ ও সময় সাধ্য কাজকে খুব অল্প সময়ে করা সম্ভব। এই ফ্রেমওয়ার্ক এ সব কোড ডিফ্লটভাবে তারা দিয়ে রেখেছে। শুধু জানতে হবে,তারা কি নামে দিয়ে রেখেছে। কাজ করতে গেলে আরো বিস্তারিত জানতে পারবেন। আবাদত এতটুকু জেনে রাখলেই চলবে।

Comments

Popular posts from this blog

জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন ?

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি

Fix Windows Setup MBR to GPT Partition Mood