Posts

Showing posts from November, 2021

Bangla Sahitto | বাংলা সাহিত্য মনে রাখার টেকনিক

Bangla Sahitto | বাংলা সাহিত্য মনে রাখার টেকনিক রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার কৌশল রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার কৌশল রাজর্ষি তার দুই-বোন -কে নিয়ে প্রায়-ই বৌ-ঠাকুরানী-র হাটে বেড়াতে যেত। গোরা ছিল রাজর্ষির বন্ধু ।গোরা রাজর্ষির ঐ দুই-বোন এর সাথে ঘরে-বাইরে , যোগাযোগ রক্ষা করত ।এই নিয়ে সমাজের লোক চতুর্দিকে ( চতুরঙ্গ )করতে থাকে। একদিন গোরার তিরে এসে নৌকাডুবি হয়।কারন গোরা ওই দুইবোনের এক বোনকে শেষের কবিতা কিনে উপহার দিয়েছিল। এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় দুইবোন একেঅপরের চোখের বালি হয়ে যায়। অবশেষে গোরা মালঞ্চ ও করুণা-কে নিয়ে নতুন অধ্যায় ( চারঅধ্যায় )শুরু করে। 1 রাজর্ষি 7 চতুরঙ্গ 2 দুই-বোন 8 নৌকাডুবি 3 বৌ-ঠাকুরানী 9 শেষের কবিতা 4 গোরা 10 চোখের বালি 5 ঘরে-বাইরে 11 চারঅধ্যায় 6 যোগাযোগ রবীন্দ্রনাথের নাটকের নাম মনে রাখার কৌশল রবীন্দ্রনাথের নাটকের নাম মনে রাখার কৌশল আমাদের সমাজের কিছু যুবক প্রতিজ্ঞা করে যে, তারা চিরকাল কুমার থাকেবে আর মেয়েদের বিরক্ত করবে। সুতরাং তারা ডাকঘর -এ গিয়ে প্রেমপত্র দিত এবং তাসেরঘরে( তাসের-দেশ )গিয়ে জুয়া খেলত। তাদের শখ ছিল মুক্তধারা-য় গোসুল করার, গভীর রাতে বাসরী বাজানো ...