Bangla Sahitto | বাংলা সাহিত্য মনে রাখার টেকনিক
- Get link
- X
- Other Apps
By
Shawpan Roy
Bangla Sahitto | বাংলা সাহিত্য মনে রাখার টেকনিক
রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার কৌশল | |||
রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার কৌশল রাজর্ষি তার দুই-বোন-কে নিয়ে প্রায়-ই বৌ-ঠাকুরানী-র হাটে বেড়াতে যেত। গোরা ছিল রাজর্ষির বন্ধু ।গোরা রাজর্ষির ঐ দুই-বোন এর সাথে ঘরে-বাইরে ,যোগাযোগ রক্ষা করত ।এই নিয়ে সমাজের লোক চতুর্দিকে (চতুরঙ্গ)করতে থাকে। একদিন গোরার তিরে এসে নৌকাডুবি হয়।কারন গোরা ওই দুইবোনের এক বোনকে শেষের কবিতা কিনে উপহার দিয়েছিল। এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় দুইবোন একেঅপরের চোখের বালি হয়ে যায়। অবশেষে গোরা মালঞ্চ ও করুণা-কে নিয়ে নতুন অধ্যায় (চারঅধ্যায়)শুরু করে। | |||
1 | রাজর্ষি | 7 | চতুরঙ্গ |
2 | দুই-বোন | 8 | নৌকাডুবি |
3 | বৌ-ঠাকুরানী | 9 | শেষের কবিতা |
4 | গোরা | 10 | চোখের বালি |
5 | ঘরে-বাইরে | 11 | চারঅধ্যায় |
6 | যোগাযোগ | ||
রবীন্দ্রনাথের নাটকের নাম মনে রাখার কৌশল | |||
রবীন্দ্রনাথের নাটকের নাম মনে রাখার কৌশল আমাদের সমাজের কিছু যুবক প্রতিজ্ঞা করে যে, তারা চিরকাল কুমার থাকেবে আর মেয়েদের বিরক্ত করবে। সুতরাং তারা ডাকঘর-এ গিয়ে প্রেমপত্র দিত এবং তাসেরঘরে(তাসের-দেশ)গিয়ে জুয়া খেলত। তাদের শখ ছিল মুক্তধারা-য় গোসুল করার, গভীর রাতে বাসরী বাজানো এবং মেয়েদের রক্তকবরী উপহার দেওয়া।কিন্তু গোরায় গলদ থাকার কারণে একদিন তাদের সাথে চিত্রাঙ্গদা, মালিনী, তপতী ও ফাল্গুনি-র সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা হতে পরিত্রাণের জন্য তারা রাজা চণ্ডালিকার দরবারে একটি সভা অহবান করা হয় যার নাম চিরকুমার সভা।কিন্তু সারদোৎসবে-এ বিসর্জন এর সময় বৈকুণ্ঠের খাতা খুলে দেখা গেল সভাটি অচলায়তনে পরিণত হয়েছিল। | |||
1 | ডাকঘর, তাসের-দেশ | 9 | ফাল্গুনি |
2 | মুক্তধারা | 10 | পরিত্রাণ |
3 | বাসরী | 11 | রাজা চণ্ডালিকা |
4 | রক্তকবরী | 12 | চিরকুমার সভা |
5 | গোরায় গলদ | 13 | সারদোৎসব |
6 | চিত্রাঙ্গদা | 14 | বিসর্জন |
7 | মালিনী | 15 | বৈকুণ্ঠের খাতা |
8 | তপতী | 16 | অচলায়তন |
নজরুলের কাব্যগ্রন্থগুলো ছন্দে ছন্দে মনে রাখ | |||
নজরুলের কাব্যগ্রন্থগুলো ছন্দে ছন্দে মনে রাখাঃ কোনো এক সন্ধ্যায়, নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয়শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ও ফনিমনসারা, চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করের, শেষ সওগাত, ঝিঙ্গেফুল ও বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন। | |||
1 | সন্ধ্যা | 10 | ফনিমনসা |
2 | নতুন চাঁদ | 11 | চক্রবাক |
3 | ছায়ানটে | 12 | সর্বহারা |
4 | প্রলয়শিখা | 13 | ঝড় হাওয়া |
5 | অগ্নিবীনা | 14 | জিঞ্জিরা |
6 | সাত ভাই চম্পা | 15 | সাম্যবাদী |
7 | দোলনচাঁপা | 16 | মরুভাস্কর |
8 | শেষ সওগাত | 17 | ঝিঙ্গেফুল |
9 | বিষের বাশিঁ | 18 | সিন্দুহিন্দোলে |
জসীমউদদীনের বিখ্যাত কাব্যগ্রনথগুলো ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ | |||
জসীমউদদীনের বিখ্যাত কাব্যগ্রনথগুলো ছন্দে ছন্দেঃ রঙ্গিলা নায়ের-মাঝি, হাসু, রুপবতী সকিনা ও রাখালীকে নিয়ে বালুচরের ধানক্ষেতের মধ্য দিয়ে সোজান বাদিয়ার ঘাটে গিয়ে এক পয়সার বাঁশি কিনে ফিরে আসার সময় নকশী কাঁথার মাঠের , মাটির কান্না দেখল | |||
1 | রঙ্গিলা নায়ের-মাঝি | 6 | সোজান বাদিয়ার ঘাটে |
2 | হাসু | 7 | এক পয়সার বাঁশি |
3 | রুপবতী সকিনা | 8 | বাঁশি নকশী কাঁথার মাঠে |
4 | রাখালী | 9 | মাটির কান্না |
5 | বালুচর | ||
ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলো ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ | |||
ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলো ছন্দে ছন্দে ঃ ঝড়ের কবলে পরে সাত সাগরের মাঝি, হাতেম তায়ী- সিরাজাম মুনিরা ও নৌফেলকে বিপদের মুহূর্তের কবিতা পড়তে বললেন। | |||
1 | সাত সাগরের মাঝি | 4 | নৌফেল |
2 | হাতেম তায়ী | 5 | মুহূর্তের কবিতা |
3 | সিরাজাম মুনিরা | ||
বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ | |||
বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো ছন্দে ছন্দেঃ এক রজনীতে , ইন্দিরা রোডে আনন্দ মঠের সামনে বিষবৃক্ষের নিচে দাড়িয়ে দুর্গেষনন্দীনি ও কপালকুণ্ডলা ,কৃষ্ণকান্তের উইল পড়ছিলো। কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর এবং শীতারাম ও দুই মেয়ে মৃণালীনি ও রাধারানীকে বলে দিলে তারা ঐ যুগলাঙ্গুরীয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো। | |||
1 | রজনী | 8 | রাজসিংহ |
2 | ইন্দিরা | 9 | দেবী চৌধুরানী |
3 | আনন্দ মঠ | 10 | চন্দ্রশেখর |
4 | বিষবৃক্ষ | 11 | শীতারাম |
5 | দুর্গেষনন্দীনি | 12 | মৃণালীনি |
6 | কপালকুণ্ডলা | 13 | রাধারানী |
7 | কৃষ্ণকান্তের উইল | 14 | যুগলাঙ্গুরীয় |
বেগম রোকেয়ার গ্রন্থ সমূহ ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ | |||
বেগম রোকেয়ার গ্রন্থ সমূহ ছন্দে ছন্দেঃ সুলতানার স্বপ্ন ছিলো ডিলিসিয়াদের মত অবরোধবাসিনীদের মুক্ত করে তাদের হাতে পদ্মরাগ ও মতিচূর ফুল তুলে দেবেন | |||
1 | সুলতানার স্বপ্ন | 4 | পদ্মরাগ |
2 | ডিলিসিয়া | 5 | মতিচূর |
3 | অবরোধবাসিনী |
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment