Bangla Sahitto | বাংলা সাহিত্য মনে রাখার টেকনিক

Bangla Sahitto | বাংলা সাহিত্য মনে রাখার টেকনিক

রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার কৌশল
রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার কৌশল
রাজর্ষি তার দুই-বোন-কে নিয়ে প্রায়-ই বৌ-ঠাকুরানী-র হাটে বেড়াতে যেত। গোরা ছিল রাজর্ষির বন্ধু ।গোরা রাজর্ষির ঐ দুই-বোন এর সাথে ঘরে-বাইরে ,যোগাযোগ রক্ষা করত ।এই নিয়ে সমাজের লোক চতুর্দিকে (চতুরঙ্গ)করতে থাকে। একদিন গোরার তিরে এসে নৌকাডুবি হয়।কারন গোরা ওই দুইবোনের এক বোনকে শেষের কবিতা কিনে উপহার দিয়েছিল। এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় দুইবোন একেঅপরের চোখের বালি হয়ে যায়। অবশেষে গোরা মালঞ্চ ও করুণা-কে নিয়ে নতুন অধ্যায় (চারঅধ্যায়)শুরু করে।
1রাজর্ষি7চতুরঙ্গ
2দুই-বোন8নৌকাডুবি
3বৌ-ঠাকুরানী9শেষের কবিতা
4গোরা10চোখের বালি
5ঘরে-বাইরে11চারঅধ্যায়
6যোগাযোগ
রবীন্দ্রনাথের নাটকের নাম মনে রাখার কৌশল
রবীন্দ্রনাথের নাটকের নাম মনে রাখার কৌশল
আমাদের সমাজের কিছু যুবক প্রতিজ্ঞা করে যে, তারা চিরকাল কুমার থাকেবে আর মেয়েদের বিরক্ত করবে। সুতরাং তারা ডাকঘর-এ গিয়ে প্রেমপত্র দিত এবং তাসেরঘরে(তাসের-দেশ)গিয়ে জুয়া খেলত। তাদের শখ ছিল মুক্তধারা-য় গোসুল করার, গভীর রাতে বাসরী বাজানো এবং মেয়েদের রক্তকবরী উপহার দেওয়া।কিন্তু গোরায় গলদ থাকার কারণে একদিন তাদের সাথে চিত্রাঙ্গদা, মালিনী, তপতী ফাল্গুনি-র সমস্যার সৃষ্টি হয়।  এই সমস্যা হতে পরিত্রাণের জন্য তারা রাজা চণ্ডালিকার দরবারে একটি সভা অহবান করা হয় যার নাম চিরকুমার সভা।কিন্তু সারদোৎসবে-এ বিসর্জন এর সময় বৈকুণ্ঠের খাতা খুলে দেখা গেল সভাটি অচলায়তনে পরিণত হয়েছিল।
1ডাকঘর,  তাসের-দেশ9ফাল্গুনি
2মুক্তধারা10পরিত্রাণ
3বাসরী11রাজা চণ্ডালিকা
4রক্তকবরী12চিরকুমার সভা
5গোরায় গলদ13সারদোৎসব
6চিত্রাঙ্গদা14বিসর্জন
7মালিনী15বৈকুণ্ঠের খাতা
8তপতী16অচলায়তন
নজরুলের কাব্যগ্রন্থগুলো ছন্দে ছন্দে মনে রাখ
নজরুলের কাব্যগ্রন্থগুলো ছন্দে ছন্দে মনে রাখাঃ
কোনো এক সন্ধ্যায়, নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয়শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ফনিমনসারা, চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করের,  শেষ সওগাত, ঝিঙ্গেফুল বিষের বাশিঁ হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন।
1সন্ধ্যা10ফনিমনসা
2নতুন চাঁদ11চক্রবাক
3ছায়ানটে12সর্বহারা
4প্রলয়শিখা13ঝড় হাওয়া
5অগ্নিবীনা14জিঞ্জিরা
6সাত ভাই চম্পা15সাম্যবাদী
7দোলনচাঁপা16মরুভাস্কর
8শেষ সওগাত17ঝিঙ্গেফুল
9বিষের বাশিঁ18সিন্দুহিন্দোলে
জসীমউদদীনের বিখ্যাত কাব্যগ্রনথগুলো ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
জসীমউদদীনের বিখ্যাত কাব্যগ্রনথগুলো ছন্দে ছন্দেঃ
রঙ্গিলা নায়ের-মাঝি, হাসু, রুপবতী সকিনা রাখালীকে নিয়ে বালুচরের ধানক্ষেতের মধ্য দিয়ে সোজান বাদিয়ার ঘাটে গিয়ে এক পয়সার বাঁশি কিনে ফিরে আসার সময় নকশী কাঁথার মাঠের , মাটির কান্না দেখল
1রঙ্গিলা নায়ের-মাঝি6সোজান বাদিয়ার ঘাটে
2হাসু7এক পয়সার বাঁশি 
3রুপবতী সকিনা8বাঁশি নকশী কাঁথার মাঠে
4রাখালী9মাটির কান্না
5বালুচর
ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলো ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলো ছন্দে ছন্দে ঃ
ঝড়ের কবলে পরে সাত সাগরের মাঝি, হাতেম তায়ী- সিরাজাম মুনিরানৌফেলকে বিপদের মুহূর্তের কবিতা পড়তে বললেন।
1সাত সাগরের মাঝি4নৌফেল
2হাতেম তায়ী5মুহূর্তের কবিতা
3সিরাজাম মুনিরা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো ছন্দে ছন্দেঃ
এক রজনীতে , ইন্দিরা রোডে আনন্দ মঠের সামনে বিষবৃক্ষের নিচে দাড়িয়ে দুর্গেষনন্দীনিকপালকুণ্ডলা ,কৃষ্ণকান্তের উইল পড়ছিলো। কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর এবং শীতারাম ও দুই মেয়ে মৃণালীনি রাধারানীকে বলে দিলে তারা ঐ যুগলাঙ্গুরীয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো।
1রজনী8রাজসিংহ
2ইন্দিরা9দেবী চৌধুরানী
3আনন্দ মঠ10চন্দ্রশেখর
4বিষবৃক্ষ11শীতারাম
5দুর্গেষনন্দীনি12মৃণালীনি
6কপালকুণ্ডলা13রাধারানী
7কৃষ্ণকান্তের উইল14যুগলাঙ্গুরীয়
বেগম রোকেয়ার গ্রন্থ সমূহ ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
বেগম রোকেয়ার গ্রন্থ সমূহ ছন্দে ছন্দেঃ
সুলতানার স্বপ্ন ছিলো ডিলিসিয়াদের মত অবরোধবাসিনীদের মুক্ত করে তাদের হাতে পদ্মরাগ মতিচূর ফুল তুলে দেবেন
1সুলতানার স্বপ্ন4পদ্মরাগ
2ডিলিসিয়া5মতিচূর
3অবরোধবাসিনী

Comments

Popular posts from this blog

জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন ?

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি

4th Industrial Revolution