Bootstrap শেখার প্রথম দিন
Bootstrap এই ফ্রেমওয়ার্কটি প্রতিনিয়ত Update করা হচ্ছে user এর সুবিধার কথা বিবেচনা করে। আর Marketplace এ Client দের চাহিদার দিক দিয়েও Update version সবার আগে। developer এবং ব্যবহারকারী উভয়ের কথা বিবেচনা করেই এই ফ্রেমওয়ার্ক আপডেট হয়ে থাকে। সুতরাং, আমরা সবসময় আপডেট ভার্সনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করবো। কিভাবে ব্যবহার করতে হয়? প্রথমে, getbootstrap দিয়ে গুগলে সার্চ করে bootstrap এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে মেইন ফাইলটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে Extract করে আমদের যে folder a কাজ করবো সেই folder এ নিয়ে যাবো। তবে এখানকার সব ফাইল আমাদের ব্যবহার না করলেই চলবে। তারা আমদের কাজের সুবিধার্থে minified file এবং main ফিলে দুটোই দেওয়া থাকে। Minified file ব্যবহার করলে লোডিং টাইম কম লাগে। আর মেইন ফাইলটি দেওয়া থাকে আমরা যেন এখানকার কোডগুলো edit করতে পারি। কিন্তু এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যে একটি কোড যদি কোনভাবে ওলট পালট অথবা ভুল হয় তাহলে আমাদের সম্পূর্ণ সাইটি নস্ট হয়ে যাবে। সুতরাং, এত রিস্ক নেয়ার আমাদের প্রয়োজন নেই। আর যেহেতু, minified file ব্যবহার করলে loading speed ঠিকথাকে...