Posts

Showing posts from May, 2018

Bootstrap শেখার প্রথম দিন

Image
Bootstrap এই ফ্রেমওয়ার্কটি প্রতিনিয়ত Update করা হচ্ছে user এর সুবিধার কথা বিবেচনা করে। আর Marketplace এ Client দের চাহিদার দিক দিয়েও Update version সবার আগে। developer এবং ব্যবহারকারী  উভয়ের কথা বিবেচনা করেই এই ফ্রেমওয়ার্ক আপডেট হয়ে থাকে। সুতরাং, আমরা সবসময় আপডেট ভার্সনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করবো। কিভাবে ব্যবহার করতে হয়? প্রথমে, getbootstrap দিয়ে গুগলে সার্চ  করে bootstrap এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে মেইন ফাইলটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে Extract করে আমদের যে folder a কাজ করবো সেই folder এ নিয়ে যাবো। তবে এখানকার সব ফাইল আমাদের ব্যবহার  না করলেই চলবে। তারা আমদের কাজের সুবিধার্থে minified file এবং main ফিলে দুটোই দেওয়া থাকে। Minified file ব্যবহার করলে লোডিং টাইম কম লাগে। আর মেইন ফাইলটি দেওয়া থাকে আমরা যেন এখানকার কোডগুলো edit করতে পারি। কিন্তু এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যে একটি কোড যদি কোনভাবে ওলট পালট অথবা ভুল হয় তাহলে আমাদের সম্পূর্ণ সাইটি নস্ট হয়ে যাবে। সুতরাং, এত রিস্ক নেয়ার আমাদের প্রয়োজন নেই। আর যেহেতু, minified file ব্যবহার করলে loading speed ঠিকথাকে...

ওয়েব ডিজাইন শিখার খুব ইচ্ছা। এখান থেকে শিখেন

Image
ওয়েব ডিজাইন শিখার খুব ইচ্ছা। এখান থেকে শিখেন ওয়েব ডিজাইন বতর্মানে খুব সম্মানীয় একটি পেশা। অনলাইন মার্কেটে বতর্মানে সময়ে এর চাহিদা খুব বেশি। কেননা, এখন প্রায় সব ব্যবসা- প্রতিষ্ঠানই  অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। অার এ জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক পরিচয়। এই ওয়েবসাইটই তার পরিচয়। সুতরাং এর গুরুত্ব কমবে না বরং বাড়বে। তাহলে বুঝতেই পারছেন এর ভবিষ্যৎ ক্যারিয়ার। শিখতে কি কি লাগবে? ওয়েব ডিজাইন বলতে আমি প্রথমে Front End Developer কে বুঝাচ্ছি। এটার জন্য সবার আগে প্রয়োজন আপনার ইচ্ছা, আপনার ধৈর্য, তারপর বাকিসব। এটি পুরোটাই আপনার Practice এর উপর নির্ভর করে। যেমন, ১. একটা Computer ২. একটা Text Editor.  যেমন, Notepad ++, Sublime,  দুটোই Open Source (Free Software ) ৩. একটা Browser আপনি দক্ষ হয়ে গেলে আরো অনেক কিছুই জানতে পারবেন, আরো কোনটা হলে ভাল হয়। ওয়েব ডিজাইন শিখার খুব ইচ্ছা কিভাবে শুরু করবেন? শুরতে আপনি HTML দিয়ে শুরু করুন, এটা মোটামুটি বুঝতে পারলে, তারপর CSS ধরুন, এরপর JavaScript, jQuery Basic শিখে ফেলুন। এগুলো শেখা হয়ে গেলে PSD...