ওয়েব ডিজাইন শিখার খুব ইচ্ছা। এখান থেকে শিখেন



ওয়েব ডিজাইন শিখার খুব ইচ্ছা। এখান থেকে শিখেন

ওয়েব ডিজাইন বতর্মানে খুব সম্মানীয় একটি পেশা। অনলাইন মার্কেটে বতর্মানে সময়ে এর চাহিদা খুব বেশি। কেননা, এখন প্রায় সব ব্যবসা- প্রতিষ্ঠানই  অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। অার
জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক পরিচয়। এই ওয়েবসাইটই তার পরিচয়। সুতরাং এর গুরুত্ব কমবে না বরং বাড়বে। তাহলে বুঝতেই পারছেন এর ভবিষ্যৎ ক্যারিয়ার।

শিখতে কি কি লাগবে?

ওয়েব ডিজাইন বলতে আমি প্রথমে Front End Developer কে বুঝাচ্ছি। এটার জন্য সবার আগে প্রয়োজন আপনার ইচ্ছা, আপনার ধৈর্য, তারপর বাকিসব। এটি পুরোটাই আপনার Practice এর উপর নির্ভর করে।

যেমন,
১. একটা Computer
২. একটা Text Editor.  যেমন, Notepad ++, Sublime,  দুটোই Open Source (Free Software )
৩. একটা Browser
আপনি দক্ষ হয়ে গেলে আরো অনেক কিছুই জানতে পারবেন, আরো কোনটা হলে ভাল হয়।

front end development basic tips

ওয়েব ডিজাইন শিখার খুব ইচ্ছা


কিভাবে শুরু করবেন?

শুরতে আপনি HTML দিয়ে শুরু করুন, এটা মোটামুটি বুঝতে পারলে, তারপর CSS ধরুন, এরপর JavaScript, jQuery Basic শিখে ফেলুন।
এগুলো শেখা হয়ে গেলে PSD to HTML শিখা শুরু করেন। তারপর Finally, Bootstrap নিয়ে শুরু করেন। এটা শিখা শেষ মানে আপনার Web Design এর Front End Development শেষ।
এখান থেকেই আপনার Career গড়া শুরু।
সব সময় চেস্টা  করবেন Update নিয়ে চিন্তা করবেন কারন, সব সময় Customers চায় Update coding. যেমন, বতর্মানে CSS  এর মধ্যে CSS3 Update, HTML5 Update.

পরবর্তী Post  পেতে অামাদের Website visit করুন।
অামাদের Facebook Page টি Like দিয়ে অামাদের Update Post পেতে পারেন।
ধন্যবাদ পোস্টটি মনযোগ সহকারে পড়ার জন্য।

Front End Development Full Course

  1. HTML
  2. HTML5
  3. CSS
  4. CSS3
  5. Basic JavaScript
  6. Basic jQuery
  7. PSD to HTML Row Coding
  8. PSD to HTML by Bootstrap
  9. Responsive Design

আমার একটি টেকনোলজি সম্পর্কিত ব্লগ আছে, চাইলে ঘুরে আসতে পারেন।

TechnoSurvive

Facebook Page

Youtube Channel

Google+

Twitter



Comments

Popular posts from this blog

জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন ?

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি

Fix Windows Setup MBR to GPT Partition Mood