Posts

Showing posts from August, 2022

সেক্টর কমান্ডার মনে রাখার উপায়

Image
সেক্টর ০১ঃ জিরো এক সেক্টর ২ঃ হায়! ২ নং মোশাররফ  সেক্টর ৩ঃ তিনশ নুর সেক্টর ৪ঃ চার সি আর(CR) সেক্টর ৫ঃ পাঁচ শ টাকা সেক্টর ৬ঃ বাশিতে ৬ ছিদ্র সেক্টর ৭ঃ দেওয়ালের ৭ কান সেক্টর ৮ঃ ও ৮ মন সেক্টর ৯ঃ জলে নামা ৯ সেক্টর ১০ঃ নৌ সেক্টর,  অপারেশন জ্যাকপট সেক্টর ১১ঃ ১১ হাতা গামছা

পর্তুগিজ ভাষার শব্দ মনে রাখার উপায়

Image
পর্তুগিজ ভাষার শব্দ মনে রাখুন পাদ্রি গির্জার গুদামে গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে বালতিতে করে পাউরুটি, আনারস, আলপিন বের করে এনে নিলাম করে দিল।  বাকীগুলো কই?? মাইরি বলছি আমি জানি না।। ১) পাদ্রি ২)গির্জা ৩)গুদাম ৪)চাবি ৫) আলমারি ৬) বালতি ৭)পাউরুটি  ৮)আনারস ৯)আলপিন ১০)নিলাম ১১)মাইরি