Posts

Showing posts from September, 2021

টেকনিক + বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর + অবস্থানের ভিত্তিতে সংস্থার সদর দপ্তর

  ১ ) জেনেভা , সুইজারল্যান্ড : ক ) যে সংস্থার নাম প্রথমে I/W এবং শেষে U/R/O আছে তাদের সদর দপ্তর এখানে। যেমন : WHO, WTO, ILO, ISO, WIPO, IPU, ITU খ ) SARRC এবং CIRDAP ব্যতিত 'R' যুক্ত সকল সংস্থার দপ্তর এখানে। যেমন : OHCHR, UNHCR, UNHRC, ICRM, UNITAR, UNRISD, RED CROSS . গ ) অন্যান্য : কোন সংস্থার নামের সাথে T এবং C যুক্ত থাকলে সদর দপ্তর এখানে। যেমন : UNCTAD, ITC. ২ ) ওয়াশিংটস ডিসি , যুক্তরাষ্ট্র : ------------------------------------ 'I' শুরু এবং A/B/C/D/E দিয়ে শেষ হলে সদর দপ্তর এখানে। IMF, IFC, IDA, IDB, IBRD, ICSID ব্যাতিক্রম : MIGA, OAS. ৩ ) নিউইয়র্ক , যুক্তরাষ্ট্র : ----------------------- কোন সংস্থার নামের সাথে UN এর সাথে E/F যুক্ত থাকলে সদর দপ্তর এখানে। যেমন : UNIFEM.UNICEF, UNFPA ব্যতিক্রম : UN,UNDP ৪ ) রোম , ইতালি : --------------------------- যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলোর সদর দপ্তর এখানে। যেমন : IFAD, WEP, FAO. 🎯   অবস্থানের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি ...

বিভিন্ন প্রণালীসমূহ মনে রাখার কৌশল

 বিখ্যাত প্রণালী সমূহ মনে রাখার কৌশলঃ ১. পক - (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক । ২. বেরিং - (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক । ৩. জিব্রাল্টার -(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক। ৪. ফ্লোরিডা - (ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক । ৫. মালাক্কা - ( সুমিত্রা মালির মালা) সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক । ৬. হরমুজ - (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত। ৭. বাব-এল-মান্দেব - ( লোহা এল আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত। ৮. ডোভার - ( UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক। ৯. বসফোরাস - (ইউরেশিয়া BOSS ) ইউরোপ হতে এশিয়া পৃথক। ১০. পানামা খাল - (উত্তর-দক্ষিণ আমেরিকায় পা খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক। x