Posts

Showing posts from September, 2020

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি ১. বঙ্কিমচন্দ্র উপন্যাস-১৪টি  ঢাকা ইন্দিরা রোডে আনন্দমঠে প্রত্যেক রজনী তে যুগলাঙ্গুরীয় অনুষ্ঠান হয়। যে অনুষ্ঠানে রাধারানী ও সীতারামের প্রেমলীলা দেখানো হয় । এই অনুষ্ঠানে ইডেন কলেজ থেকে ২ জন সুন্দরী রমনী কপালকুন্ডলা ও মৃণালিনী বেড়াতে আসে আবার ঢাবি থেকে আসে ২ জন সুদর্শন তরুন রাজসিংহ ও চন্দ্রশেখর । তারা উভয়েই একে অপরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে । কিন্তু এই সম্পর্কের মধ্য বিষবৃক্ষের চারা রোপণ করে দেয় দুর্গেশনন্দিনী এই বিষ বৃক্ষের চারা কিছুতেই তোলা সম্ভব হচ্ছিল না । অবশেষে এই বিষবৃক্ষের চারা তোলার জন্য একটা উইল করা হয় যার নাম কৃষ্ণকান্তের উইল । আর এই উইলটি তৈরি করেন দেবী-চৌধুরানী । 1. ইন্দিরা                                   8.  আনন্দমঠে 2. মৃণালিনী                              9.  রজনী 3. রাজসিংহ         ...