ফারসি বা পার্সি বা পারস্যা বা ইরানি শব্দ মনে রাখার উপায়

১. চশমা কারিগর দিয়ে কারখানায় তৈরি হয়ে বাজারের দোকানে খুচরা ও পাইকারি দামে বিক্রি করা হয় এবং আমদানি রপ্তানি হয়।

২. তার দিয়ে তৈরি বা তার যুক্ত বাদ্যযন্ত্র ফারসি ভাষার শব্দ

একতারা, দোতারা, সেতারা, সেতার, বেতার।

৩.জমি,  জম, জাম যুক্ত শব্দ

যেমন: 
১) জমিদার
২)জমজম
৩)জামদানি
৪)জামাই
৫)পাঞ্জাবি 
৬)পায়জামা
৭)রুমাল

৪. বাগান, বাগিলা, গোলাপ, গালিচা

৫. ধর্ম সংক্রারান্ত: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গএমবর, ফেরেস্তা, বেহেশত, রোজা



Comments

Popular posts from this blog

জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন ?

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি

Fix Windows Setup MBR to GPT Partition Mood