৭ ই মার্চের ভাষণের বঙ্গবন্ধুর ৪ টি শর্ত
১. অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার(আইয়ুব খান)
২. সমস্ত সেনা বেরাকে ফিরিয়ে নিতে হবে।
৩. নিরস্ত্র গণহত্যার তদন্ত করতে হবে।
৪. নির্বাচিত গণপ্রতিনিধিদের উপর ক্ষমতা হস্তান্তর
ওয়েব ডিজাইন শিখার খুব ইচ্ছা। এখান থেকে শিখেন | ওয়েব ডিজাইন বতর্মানে খুব সম্মানীয় একটি পেশা। অনলাইন মার্কেটে বতর্মান সময়ে এর চাহিদা খুব বেশি। কেননা, এখন প্রায় সব ব্যবসা- প্রতিষ্ঠানই অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। অার এ জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক পরিচয়। এই ওয়েবসাইটই তার পরিচয়। সুতরাং এর গুরুত্ব কমবে না বরং বাড়বে। তাহলে বুঝতেই পারছেন এর ভবিষ্যৎ ক্যারিয়ার।
Comments
Post a Comment