ফারসি ভাষার কিছু শব্দ মনে রাখার উপায়
বাদশাহ চশমা পড়ে আসমানের দিকে তাকিয়ে রসদ দেখে, সাধারণ মানুষ নমুনা দেখিয়ে নালিশ করলে বাদশাহ হাঙ্গামা করে দস্তখত দেয়।
১. বাদশাহ
২. চশমা
৩. আসমান
৪. রসদ
৫. নমুনা
৬. নালিশ
৭. হাঙ্গামা
৮. দস্তখত
ওয়েব ডিজাইন শিখার খুব ইচ্ছা। এখান থেকে শিখেন | ওয়েব ডিজাইন বতর্মানে খুব সম্মানীয় একটি পেশা। অনলাইন মার্কেটে বতর্মান সময়ে এর চাহিদা খুব বেশি। কেননা, এখন প্রায় সব ব্যবসা- প্রতিষ্ঠানই অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। অার এ জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক পরিচয়। এই ওয়েবসাইটই তার পরিচয়। সুতরাং এর গুরুত্ব কমবে না বরং বাড়বে। তাহলে বুঝতেই পারছেন এর ভবিষ্যৎ ক্যারিয়ার।
Comments
Post a Comment