কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মনে রাখা
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ মনে রাখা
দুর্দিনের যাত্রী রুদ্র মনঙ্গল, রাজবন্দীর জবানবন্দীতে, ধূমকেতুর মত যুগবানী দিয়েছে।
১. দুর্দিনের যাত্রী
২. রুদ্রমঙ্গল
৩. রাজবন্দীর জবানবন্দী
৪. ধূমকেতু
৫. যুগবানী
কাজী নজরুল ইসলামের উপন্যাস মনে রাখাঃ
কুহেলিকা, মৃত্যুক্ষুধায়, বাধনহারা হয়ে গেল।
১. কুহেলিকা
২. মৃত্যুক্ষুধায়
৩. বাধনহারা
কাজী নজরুল ইসলামের নাটক মনে রাখাঃ
আলেয়া ও মধুমালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙ্গের শাড়ি পড়েছে।
১. আলেয়া
২. মধুমালা
৩. পুতুলের বিয়ে
৪. ঝিলিমিলি
৫. রঙ্গের শাড়ি
কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ মনে রাখাঃ
BJP VC
B= বিষের বাঁশী
J= যুগবানী
P= প্রলয় শিখা
V= ভাঙার গান
C= চন্দ্র বিন্দু
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ মনে রাখাঃ
নতুন চাঁদ সন্ধ্যায় সওগাত ও সঞ্চিতা মরুভূমিতে হাটতে ছিল। হটাৎ চক্রবাক ঝড় তাদের চিত্তহীন করে দেয়। প্রলয়শিখা ঝড়ে সিন্ধু ফুলে ফেপে চারপাশের সবকিছু ভেঙ্গে জিঞ্জির করে দেয়।
১. নতুন চাঁদ
২. সন্ধ্যা
৩. সওগাত
৪. সঞ্চিতা
৫. মরুভূমি
৬. চক্রবাক
৭. চিত্তহীন
৮. প্রলয়শিখা
৯. সিন্ধু হিন্দোল
১০. জিঞ্জির
Comments
Post a Comment