নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার উপায়

সধবা হউক আর বিধবা হউক স্বপত্নী হওয়া
সত্বেও সতীনেরা একে অন্যকে শাঁকচুন্নি
ডাইনি, বাইজি, কলঙ্কিনীকুলটা গালি
দেয়। এদিকে অসর্ম্পস্যা শাঁখিনী
অন্তঃস্বত্তা তাই সৎমা এয়্যো দাঈ খুঁজতে
গেলো। শাঁখিনীর মা বলল, "সুজলা সুফলা
রুপসী বাংলার ললনারা অলক্ষনীয়া।" তাই
খাটি অর্ধাঙ্গিনী পেয়ে ললনাদের সুরক্ষা
করা উচিত।



মিলিয়ে নিন-
১.সদবা
২.বিধবা
৩. স্বপত্নী
৪. সতীন
৫. ডাইনি
৬. বাইজি
৭. কলঙ্কিনী
৮. শাঁকচুন্নি
৯. কুলটা
১০. অসর্ম্পস্যা
১১. শাঁখিনী
১২. অন্তঃস্বত্তা
১৩. সৎমা
১৪. এঁয়োা
১৫. দাঈ
১৫. সুজলা
১৭. সুফলা
১৮. রুপসী
১৯. ললনারা
২০. অলক্ষনীয়া
২১. অর্ধাঙ্গিনী

Comments

Popular posts from this blog

জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন ?

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি

Fix Windows Setup MBR to GPT Partition Mood