বাংলাদেশের সংবিধানের যা কিছু গুরুত্বপূর্ণ

মূলনীতিঃ ৪ টি
১. জাতীয়তাবাদ 
২. সমাজতন্ত্র
৩. গণতন্ত্র
৪. ধর্মনিরপেক্ষতা

সংবিধানের প্রকারভেদঃ ২ প্রকার 
১. লিখিত
২. অলিখিত 

লিখিতঃ 
১. সুস্পষ্ট ও দুষ্পরিবর্তনীয়
২. সবচেয়ে ছোট সংবিধানঃ মার্কিন যুক্তরাষ্ট্রের 
৩. সবচেয়ে বড় সংবিধানঃ ভারত

অলিখিতঃ
১. দেশের প্রথা, চুক্তি ও সামাজিক প্রক্ষাপট
২. অলিখিত সংবিধান যেমনঃ যুক্তরাজ্য (UK), সৌদি আরব, স্পেন।

💌 বাংলাদেশের সংবিধানের কোন অংশ পরিবর্তনের জন্য জাতীয় সংসদ সদস্যের এক-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। 

👇👇 সংবিধান প্রণয়ন কমিটিঃ
গঠনঃ ১১ এপ্রিল ১৯৭২
সদস্যঃ ৩৪
সভাপতিঃ ড. কামাল হোসেন (আইনমন্ত্রী)
জনক বা রুপকারঃ ড. কামাল হোসেন 
একমাত্র নারী সদস্যঃ বেগম রাজিয়া বানু
একমাত্র বিরোধী দলের সদস্যঃ সুরঞ্জিত সেন গুপ্ত

💢💢 খসড়া সংবিধান প্রণয়ন কমিটি
👉হস্তলেখকঃ শিল্পী আব্দুর রউফ
👉অঙ্গসজ্জাঃ শিল্পাচার্য জয়নুল আবেদিন
👉 ইংরেজি অনুবাদকঃ ড. কামাল হোসেন 
👉বাংলা অনুবাদকঃ ড. আনিসুজ্জামান 
👉কার্যকর/প্রবর্তনঃ ১৬ ডিসেম্বর ১৯৭২
👉হস্তলিখিত সংবিধানঃ ৯৩ পৃষ্ঠা (স্বাক্ষরসহ ১০৮ পৃষ্ঠা) 

💢💢 সংবিধান অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করবে হাইকোর্ট 

💢💢 গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ 
👉অনুচ্ছেদ ১ঃবাংলাদেশের নাম
👉অনুচ্ছেদ ২ঃ বাংলাদেশের সীমানা
👉অনুচ্ছেদ ২(ক)ঃ রাষ্ট্রধর্ম ইসলাম
👉অনুচ্ছেদ ৩ঃ রাষ্ট্রভাষা বাংলা
👉অনুচ্ছেদ ৪ঃ জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, জাতির পিতার প্রতিকৃতি
👉 অনুচ্ছেদ ৫ঃ রাজধানী ঢাকা
👉অনুচ্ছেদ ৬ঃ নাগরিকত্ব,  ৬(২) বাংলাদেশের জনগন জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগন বাংলাদেশি বলিয়া গণ্য হইবে
👉অনুচ্ছেদ ৯ঃ জাতীয়তাবাদ 
👉অনুচ্ছেদ ১২ঃ ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা

💢শফত বাক্য পাঠ---->>পদত্যাগ
রাষ্ট্রপতি------>>প্রধানমন্ত্রীকে------->>স্পিকারের নিকট
স্পিকার ----->>রাষ্ট্রপতি ও সংসদ সদস্যগনকে------>>রাষ্ট্রপতির নিকট
প্রধান বিচারপতি--------->>প্রধান নির্বাচন কমিশনারকে------->>রাষ্ট্রপতির নিকট

💌একজন ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন- ২ মেয়াদকাল
💌 রাষ্ট্রপতির উপর আদালতের কোন এখতিয়ার নাই
💌জাতীয় সংসদের সভাপতি -স্পিকার
💌এটর্নি জেনারেল পদে নিয়োগ দেন- রাষ্ট্রপতি
💌সর্বোচ্চ আদালত-সুপ্রিম কোর্ট
💌সুপ্রিল কোর্ট এর ২ টি বিভাগ
১। আপিল বিভাগ
২৷ হাইকোর্ট বিভাগ
💌সুপ্রিমকোর্টের বিচারপতির মেয়াদকাল-৬৭ বছর পর্যন্ত
💌সংবিধানের এপর্যন্ত সংশোধন -১৭ বার

💢💢গুরুত্বপূর্ণ 
১. জাতীয় সংসদের প্রতীক- শাপলা ফুল
২. সংসদ ভবন উদ্ভোদন করেন- সাবেক রাষ্ট্রপতি আব্দুল সাত্তার
৩. মোট আসন- ৩৫০ টি (৩০০ টি নির্বাচিত+ ৫০ টি মহিলা সংরক্ষিত)


Comments

Popular posts from this blog

জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন ?

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি

4th Industrial Revolution