কিভাবে আমি আমার পিসিকে লোকাল সার্ভার বানাই?

লোকাল সার্ভার মূলত বানানোর প্রয়োজন তখনি হয় যখন আমরা কোন হোস্টিং ছাড়াই কোন ওয়েব সাইট রান করতে যাই। বিশেষ করে Php রিলেটেড যেসব ফাইল আমরা রান করতে যাই সেসব কোড আমাদের ব্রাউজার রিড করতে পারে না। তখন হয় আমাদের কোন হস্টিং প্রোভাইডার অথবা আমাদের নিজের PC কে লোকাল সার্ভারে পরিণত করতে পারি। তাহলে কিভাবে আমরা লোকাল সার্ভার বানাবো ১. সবার আগে আমাদের XAMPP অথবা WAMPP সার্ভার ফাইলটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে ২. যদি আমরা লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রস ইন্সটল করতে চাই সেক্ষেত্রে আমদের ওয়ার্ডপেস ফাইলটিও ডাউনলোড করে নিতে হবে। ৩. এরপর আমাদেরকে XAMPP বা WAMPP Software ইন্সটল করে নিতে হবে। ইন্সটল করা হয়ে গেলে আপনার Software যেখানে ইন্সটল করেছেন সেখানে থেকে XAMPP ----> htdocs ----> এখানে যেসব ফাইল থাকবে সেগুলো ডিলিট করে ফেলবেন তারপর আপনার ডাউনলোড করা ওয়ার্ডপ্রস ফাইল Extract করতে হবে। এরপর এর ভিতরের সব ফাইল Copy করে htdocs এর Folder এ গিয়ে Paste করে নিবেন। এরপর আপনার Web Browser এ গিয়ে address বার এ গিয়ে http://localhost:80 or http://127.0.0.1:80 ইনপুট দিবেন। সবকিছু ঠিকমত হলে

Comments

Popular posts from this blog

জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন ?

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি

4th Industrial Revolution