Best Way To Download Facebook Page or Group Video Free

কিভাবে ফেসবুক গ্রুপ অথবা পেইজ থেকে ভিডিও খুব সহজে ডাউনলোড করবেন?

আমরা অনেকেই আমাদের ফেসবুক থেকে ভালোলাগানো ভিডিওটি ডাউনলোড করতে পারি না। অনেক এপস খুজে বেরাই। আশাকরি আর আপনাদের আর খুজে বেড়াতে হবে না। আমিই আপনাদেরকে সঠিক সমাধান পেতে সহায়তা করছি।

প্রথমে গুগল করুন "facebook video downloader" ­­­এখানে সার্চ করলে প্রথমে আপনি কিছু রেজাল্ট পাচ্ছেন। এর প্রথমটি খুব ভালো কাজ করে কোন extension ছাড়া শুধু ভিডিও লিঙ্ক দিয়ে ডাউনলোড করতে ।
facebook video downloader option 


লিঙ্কঃ https://www.fbdown.net/index.php?
আর যদি ভিডিও লিঙ্ক কপি করা ছাড়া ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনাকে একটি  extension আপনার ব্রাউজারে ইনস্টল করতে হবে। ডাউনলোড লিঙ্ক নিচে দিলাম

লিঙ্কঃ https://chrome.google.com/webstore/detail/video-downloader-for-face/pfnmibjifkhhblmdmaocfohebdpfppkf?hl=en

এই extension ইন্সটল হলে দেখবেন আপনার ফেসবুকে ভিডিওতে download অপশন চালু হয়ে যাবে। শুধু ভিডিও এর ওপর download অপশন এ ক্লিক করা মাত্রই আপনার ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।

Comments

Popular posts from this blog

জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন ?

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি

Fix Windows Setup MBR to GPT Partition Mood