WordPress Customization এ কি কি Plugins শিখলাম?

WordPress Customization এ কি কি Plugins শিখলাম?

Plugins এর ব্যবহার
১। TablePress Plugins
কিভাবে সুন্দর করে কোন কোডিং ছাড়াই সহজেই টেবিল ডিজাইন করা যায়?
২। Revolution Slider
Documentation দেখে নিতে পারেন এখান থেকে, মানে কোথায় কিভাবে কাজ করবে, কিভাবে কি সেট করতে হবে তা জানতে চাইলে দেখে নিতে পারেন
লিঙ্কঃ https://www.themepunch.com/revslider-doc/slider-revolution-documentation/
ফ্রীতে ডাউনলোড করতে চাইলে
লিঙ্কঃ https://www.downloadfreethemes.pw/slider-revolution-v5-4-6-3-1-responsive-wordpress-plugin/

৩। Tidio Chat
এটি কি?
TidioChat এটি একটি WordPress Plugin যার মাধ্যমে আপনি আপনার ভিজিটর, Client এর সাথে সরাসরি আপনার ওয়েবসাইট থেকে Chating করতে পারবেন। এই Plagin টি ব্যবহার খুব সহজ, যার কারনে প্লাগিনটি ইউজার ফ্রেন্ডলি।

কিভাবে ব্যবহার করবেন?

এটি WordPress এর নিজস্ব প্লাগিন তাই তাদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা যায়। প্লাগিন্সটি ফ্রি ও পেইড দুই ভার্সনই ইউজ করা যায়। জানেনই যে পেইড ভার্সন এ একটু হলেও বেশি ফিচার পাবেন তবে ফ্রিতেও অনেকিছু পাবেন।
Tidio Chat Plugin টি install করে Deshboard এ একটি account করলেই আপনি অনেক অপশন পেয়ে যাবেন।
৪। আপনার কি কখনো মনে হয়েছে যে, কোনভাবে কি একই ডোমেন এর আন্ডারে একটি ওয়ার্ডপ্রস সাইট এ একাধিক থিম একসাথে একটিভ হিসেবে ব্যবহার করা যাবে কি না?
হ্যাঁ, অবশ্যই যাবে, শুধু একটি মাত্র প্লাগিন ব্যবহার করেই এটি সম্ভব।
আমার কাছে বিষয়টি বেশভাল লেগেছে। আপনিও চাইলে দেখতে পারেন। এটির মাধ্যমে আপনি আপনার আলাদা আলাদা পোষ্ট এবং পেইজ এর জন্য আলাদা আলাদা থিম ব্যবহার করতে পারবেন।
প্লাগিনটির নাম, Multiple Themes Plugins
https://wordpress.org/plugins/jonradio-multiple-themes/
এখানথেকে আপনি দেখে নিতে পারেন।


৪। Q2W3 Fixed Widget

আপনার সাইটের কোন Widget ফিক্সড অবস্থায় রাখতে চাচ্ছেন? 
ধরেন আপনি ভাবছেন, আপনার সোসাল লাইক, যেমন ফেইসবুক লাইক পেইজের যে Widget এটাকে একজন ভিজিটর
 আপনার সাইটের যত নিচে Scroll করুক তারপরও একটি নির্দিষ্ট জায়গায় ভেসে থাকবে।

এটা কিভাবে করতে পারেন?

এই কাজটি আপনি খুব সহজেই Q2W3 Fixed Widget এই প্লাগিনটি ব্যাবহার করে করেতে পারেন। এই প্লাগিনটি ইনস্টল
করে আপনি আপনার সাইটের Widget অপশন এ গিয়ে Fixed Widget অপশনটি চালু করে ফেলুন, তারপর দেখুন আপনার 
কাজটি হয়ে গেছে।
আপনি চাইলে Margin Top, Margin Bottom এ কতটুকু জায়গা রেখে Widget টি Fixed করতে চাচ্ছেন তাও পারবেন।
এটির জন্য Fixed Widget Options মেনু খুজে বের করে Margin Top, Bottom এ আপনার পছন্দমত Pixel অনুযায়ি
মান বসিয়ে পরির্বতন করে ফেলুন।

ধন্যবাদ পোস্টটি মনযোগ সহকারে পড়ার জন্য।



Comments

Popular posts from this blog

জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন ?

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি

Fix Windows Setup MBR to GPT Partition Mood