Comment attachment Plugins কিভাবে এবং কি কাজে ব্যবহার করবেন?


### Comment attachment Plugins
কিভাবে আপনি আপনার সাইটের কমেন্ট অপশন এ এটাচমেন্ট(Documents, Images) অপশন চালু করবেন? এটি চালু করতে আপনি Comment attachment Plugin টি ব্যবহার করতে পারেন।
ইমেজ দিয়ে খুব সহজে যে কোন বিষয় খুব সহজেই বোঝানো সম্ভব। ধরুন আপনার একটি পোস্টে কেউ একজন কোন ফাইল আপলোড করে আপনাকে একটি সমস্যার কথা বোঝেতে চাচ্ছেন, কিন্তু আপনার সাইটে এই অপশনটি না থাকায়, তিনি তা গুছিয়ে বলতে পারছেন না। যার ফলে সে আর কমেন্ট না করেই চলে যেতে পারে।
কমেন্ট কিন্তু অপ্টিমাইজেশ্নের একটি খুব বড় মাধ্যম। সুতরাং সেই বিষটি আমাদের মাথায় রাখা দরকার।
এখন আসাযাক, আমরা এই প্লাগিনের মাধ্যমে কি কি ফাইল কমেন্টে আপলোড করতে পারবো?
@Images(JPG, GIF,PNG,)
@Documents(PDF,DOC,DOCX,PPT)
এসব ফাইল আপনি আপনার এটাচমেন্ট অপশনে আপলোড করার সু্যোগ করে দিতে পারবেন।
কিভাবে তা করবেন সেটা একটু জেনেনেই,
 Settings » Discussion  পেইজ এ যাবেন, একটু নিচে গেলেই দেখবেন Comment Attachment Option,
সেখানে আপনার সুবিধামত অপশনগুলো চালু করে সেইভ করুন।
ধন্যবাদ পোস্টটি মনযোগ সহকারে পড়ার জন্য।

Comments

Popular posts from this blog

জেনে নিন উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন ?

বাংলা সাহিত্যের শর্টকাট পদ্ধতি

4th Industrial Revolution